ঐতিহাসিক তিস্তা চুক্তি হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন বন্ধু রাষ্ট, (ভারত)
আজ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সূত্র :-বাংলাদেশ মেলিটারি ফরেন এফেয়ার্স
মুজিব বর্ষের একবছর আগে ফেনি নদীর পানি দেওয়ার সময় আমরা অন্যকথা শোনেছিলাম,
প্রতিবাদ করতে গিয়ে এক্সিডেন্টলি আবরার ফাহাদ নামের একজন বুয়েট শিক্ষার্থী তারি সহপাঠী শিক্ষার্থীর হাতে খুন হয়েছিলেন-
ন্যায্য হক থেকে বন্চিত করেও মুজিব বর্ষের প্রধান অথিতী গুজরাটের দাঙাবাজ এক সময়ের ওয়ার্ল্ড ব্লাক লিস্টেটেড সন্ত্রাসী নরেন্দ্র মুধি
বন্ধু রাষ্টের বন্ধুত্বের এমন নির্দেশন তোমরা কি করে অস্বীকার করবে?
Please follow and like us:শেয়ার করুন